যারা অ্যান্ড্রয়েড ১০ ভার্শন ব্যবহার করছেন তারা খুব সহজে নিচের পদ্ধতি ব্যবহার করে জিমেইল ডার্ক মোড চালু করতে পারেন। সবচেয়ে ভাল খবর হল ইউজারদের build.prop ইডিট এবং অন্য কোন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে অ্যান্ড্রয়েড ১০ ভার্শনে জিমেইল ডার্ক মোড চালু করবেন।
যেভাবে Android এবং iOS মোবাইলে জিমেইল ডার্ক মোড চালু করবেন
Android এবং iOS তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেমে জিমেইল ডার্ক মোড চালু করছে। যারা অ্যান্ড্রয়েড ১০ ব্যবহার করছেন তারা জিমেইল ডার্ক মোড চালু করতে পারবেন। অ্যান্ড্রয়েড ১০ এর মত আপনারা যারা iOS 13 ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাদের জিমেইল এর সর্বশেষ ভার্শন আপডেট দিতে হবে।
যেভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে জিমেইল ডার্ক মোড চালু করবেন
যারা অ্যান্ড্রয়েড ১০ ব্যবহার করছেন তারা খুব সহজে নিচের পদ্ধতি ব্যবহার করে জিমেইল ডার্ক মোড চালু করতে পারবেন। এজন্য আপনাদের build.prop ইডিট করতে হবে না এবং কোন থার্ট পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না। তো চলুন দেখে নেওয়া যাক যেভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে জিমেইল ডার্ক মোড চালুউ করবেন।
- প্রথমে প্লে স্টোর থেকে জিমেইল আপডেট দিন।
- আপডেট হয়ে গেলে জিমেইল অ্যাপ ওপেন করুন।
- ওপেন করার পর “setting” অপশনে যাবেন।
- সেটিং অপশন থেকে General setting এ যাবেন।
- এখন theme অপশন থেকে Dark মোড চালু করুন।
- আপনি যদি অ্যান্ড্রয়েড ১০ এর ডার্ক থিম ব্যবহার করেন তাহলে system default সিলেক্ট করবেন।
যেভাবে iOS মোবাইলে জিমেইল ডার্ক মোড চালু করবেন
অ্যান্ড্রয়েড ১০ এর মতই আপনি iOS 13 এ জিমেইল ডার্ক মোড চালু করতে পারবেন।
- প্রথমে জিমেইল অ্যাপ এর সর্বশেষ ভার্শন আপডেট করুন।
- জিমেইল অ্যাপ এ প্রবেশ করুন।
- উপরের বাম পাশের উপরের কর্নার থেকে মেনু অপশনে যাবেন।
- সেটিং থেকে থিম অপশনে যাবেন এবং ডার্ক মোড চালু করে দিন।
আশাকরি জিমেইল ডার্ক মোড চালু করার এই আর্টিকেলটি ভাল লাগবে। কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আমাদের সাইটে জয়েন করলেই পাচ্ছেন অথোর (Author) হওয়ার সু্যোগ।
from WizBD.Com https://ift.tt/2DyEHzQ
via IFTTT