আসসালামু আলাইকুম।আজ আপনাদের জানাবো প্রোফাইল লক সম্পর্কে।বর্তমানে ফেসবুকে এমন একটি ফিচার রয়েছে যেটি একটিভ করলে প্রোফাইলকে সম্পূর্ণ বন্ধ করা
যায়।এটিই প্রোফাইল লক নামে পরিচিত।মূলত নিজের মূল্যবান তথ্য গোপন করার জন্য প্রোফাইল লক করা হয়ে থাকে।
তো আপনি কীভাবে আপনার ফেসবুক আইডিতে প্রোফাইল লক করবেন-
১.প্রথমে আপনার ইন্টারনেট কানেকশন ওন করে ব্রাউজার ওপেন করুন।
২.যদি ফেসবুক একাউন্ট লগিন থাকে তো ভালো,নতুবা লগিন করে নিন।৩.তারপর হেল্প ওপশনে যান।সেখানে গিয়ে সার্চবক্সে “Profile Locked” লিখে সার্চ করুন।
৪.অতঃপর প্রথমেই আসবে “How do Your Profile Lock” এরকম কিছু।অথার্ৎ প্রথম অপশনটি ক্লিক করুন।
৫.যদি আপনার জন্য উন্মুক্ত থাকে তাহলে কিছু নির্দেশনা আসবে।আর যদি উন্মুক্ত না থাকে তাহলে লেখাই আসবে এটা সবার জন্য উন্মুক্ত না।( This Feature Isn’t Aviable For Everyone Yet)
৬.যদি আপনার জন্য উন্মুক্ত থাকে,তবে একটি নিচে নেমে লেখা থাকবে “Tap Here”
৭.ওখানে ক্লিক করলেই ” Lock Your Profile” ওপশন আসবে।জাস্ট ওখানে ক্লিক করলেই আপনার প্রোফাইল লক হয়ে যাবে।
৮.ঠিক অনুরুপভাবে,আপনার প্রোফাইল আনলক ও করতে পারেন।
ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।সবাই সুস্থ এবং ভালো থাকবেন।
from WizBD.Com https://ift.tt/35LvMHa
via IFTTT