সব স্মার্টফোন নির্মারা প্রতিষ্ঠান তাদের ডিভাইসের সার্জ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ক্যামেরায় মনোনিবেশ করছে। এবার জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা তাদের নতুন একটি স্মার্টফোন নিয়ে আসছে যার রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা।
মটোরোলা জানিয়েছে যে ফোনটিতে থাকবে ৩২ মেগাপিক্সেল এর পপ-আপ সেলফি ক্যামেরা, ফোনটির নাম দেওয়া হয়েছে ‘ওয়ান হাইপার’ এবং ফোনটি ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থনকৃত।
প্রতিষ্ঠানটি দাবি করছে যে ফোনটিকে মাত্র ১০ মিনিট চার্জ করলে ১২ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকবে। ফোনের বক্সে আপনি ১৫ ওয়াটের একটি চার্জার পাবেন।
মটোরোলা ওয়ান হাইপার একটি ৬.৫-ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে সহ থাকছে ১৯:৯ এস্পেক্ট রেশিও। ফোনের পিছনে থাকছে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট এবং অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ (পাই)।
ফোনটিতে থাকছে ৪ জিবি র্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এছাড়াও থাকছে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানোর সুযোগ। এতে থাকছে স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর।
অস্থায়ীভাবে ফোনটি ইউএসএ এবং ব্রাজিলে $৪০০ ডলার মূল্যে চালু করা হয়েছে।
from WizBD.Com https://ift.tt/2DV6kmR
via IFTTT