আস্সালামু-আলাইকুম।কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন।আমিও ভালো আছি।আজ আবারও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।আজ আমি এই টিউটোরিয়াল এ আলোচনা করবো ৫টি ফ্রি ডোমেইন হোস্টিং কোম্পানি নিয়ে যেগুলো আপনি ব্যাবহার করে আপনার প্রথম ওয়েবসাইট শুরু করে দিতে পারবেন।অনেকে দেখি ফেসবুক,মেসেঞ্জারে জানতে চায় ফ্রিতে কিভাবে ডোমেইন হোস্টিং নিয়ে ওয়েবসাইট তৈরি করার কোনো উপায় আছে নাকি। আবার অনেকে শুধু শেখার জন্য ফ্রিতে হোস্টিং নিতে চায় । তার জন্য আজ এই টিউটোরিয়াল টি নিয়ে আসলাম।তো চলুন জেনে নেই বিশ্বের ৫টি ফ্রি ডোমেইন হোস্টিং কোম্পনি নিয়ে।
Infinityfree.net প্রথমে যেই ওয়েবসাইট তার নাম বলবো সেটি হলো ইনফিনিটি ফ্রি। এটি আমার দেখা সব থেকে বেস্ট ফ্রি ডোমেইন হোস্টিং কোম্পানি।ফ্রিতে অনেক ভালো সার্ভিস দেয় যা অন্য কোম্পানি গুলো থেকে পাওয়া যায় না।ইনফিনিটি ফ্রিতে আপনি তিনটি ওয়েবসাইট হোস্ট করতে পারবেন।প্রতিটা ওয়েবসাইট এই জন্য আলাদা ভাবে cpanel দিবে।আবার ওয়েবসাইট কে সিকিউর করার জন্য ssl সার্টিফিকেট দেয় যেটি আমার কাছে অনেক ভালো লেগেছে।আপনি চাইলে ব্যাবহার করতে পারেন।
Profreehost.com এই কোম্পানিও অনেক ভালো সার্ভিস দেয় ফ্রিতে । কিন্তু এই কোম্পানি ফ্রি সার্ভিস দেয়ার সাথে সাথে পেইড সার্ভিস ও দেয়। আপনার যদি ফ্রি হোস্টিং ভালো লেগে থাকে তাহলে যেকোনো সময় প্রো হোস্টিং এ ট্রান্সফার হওয়া যাবে।এটি প্রতিটা ওয়েবসাইট এর জন্য ফ্রিতে সাবডোমেইন দেয়।
Ultimatefreehost.net উপরের টার মতো এই কোম্পানিও ফ্রি এর সাথে প্রো ভার্সন সাপোর্ট দেয়।ফ্রিতে অনেক ফিচার পাওয়া যায় না সেগুলো প্রো ভার্সনে পাওয়া যায়।কোম্পানি নির্দিষ্ট ভাবে বলে দিয়েছে কোন ফিচার ফ্রি আর কোন ফিচার প্রো।তাই আপনার হোস্টিং বাছাই করতে কোনো রকম প্রবলেম হবে না।
Freehosting.io উপরের তিনটার মতো এটিও একদম ফ্রি ডোমেইন হোস্টিং কোম্পানি।কোম্পানিটি ফ্রি হলেও তাদের ডিজাইন করা প্যাকেজ গুলো অনেকটা প্রো ফিচারের মতো।তাই চাইলে আপনি এটিও ব্যাবহার করতে পারেন আপনার ওয়েবসাইট লনছ করার জন্য।
Gogiehost.com এটি উপরের ইনফিনিটি ফ্রি কোম্পানি এর মতো একদম প্রফেশনাল সার্ভিস দেয়।তাই আপনার যদি বেস্ট সার্ভিস প্রয়োজন হয় তাহলে আপনি নয় infinity free বাছাই করবেন আর নয়তো gogiehost। দুইটাই ভালো।
সবশেষে একটা অনুরোধ আপনার যদি এই টিউটোরিয়াল টি ভালো লেগে থাকে তাহলে আমার ওয়েবসাইট it-kothon এ একবার চোখ বুলিয়ে আসবেন।আমি এইরকম আরো অনেক টিউটোরিয়াল প্রতিনিয়ত পাবলিশ করে যাচ্ছি।
from WizBD.Com https://ift.tt/2sFacGx
via IFTTT