আশা করি সবাই ভালো আসেন।
আমিও ভালো আসি।
আপনারা হয়তো freenom থেকে অনেক চেষ্টা করেছেন কিন্তু not available দেখাই। এতে আপনারা বার্থ হয়েছেন। তবে এবার আর বার্থ হবেন না। আমি আজ এই সমসার সমাধান নিয়ে এসেছি। 100 % working।
তো শুরু করি
step1: আপনার chorme browser এ গিয়ে freenom.com search করুন। নিচে দেখুন।
এখানে আপনার সাইটের নাম+domain name। যেমন: name.tk, name.ml। name এর জায়গায় আপনার সাইটের নাম দেবেন।অন্যথা হবে না। নিচে দেখুন।
তারপর আবার এমন আর এক টি পেজ আসবে চিত্ত আনুজায়ে কাজ করুন। এরপর check out এ click করুন। তারপর চিত্ত আনুজায়ে চলতে থাকুন।
এরপর 3month এর জায়গায় 12 month করুন। তারপর continew click করুন।
তারপর এমন একটি পেজ আসবে।
এখন আপনার টি দিয়ে verily করুন। এতে আপনার email এক টি link সেটা দিয়ে verify হয়ে গেলে। নিচে দেখুন।
আপ নাকে এবার details form টি পুর্ন করতে হবে আমার alreadey রেজিস্টার করা আসে তাই দেখাতে পারলাম না। জাই হক এবার register হয়ে গেলে।
তারপর my domain জান।
তারপর more options জান।নিচের screensot follow করুন।
তারপর mangment tool এ জান।
এখন name server এ click করুন।
তারপর ২টা option আসবে শেসের opotion এ click করবেন।
তারপর ওখানে
ns1.wapkiz.com
ns2.wapkiz.com
হোয়ে গেলে সেসে change name sever এ কিলিক করুন। বাস কাজ শেষ। এখন
আপনার ওয়াপকিয সাটের pennel>>domain parking জান তারপর আপনার ডোমেইন নামে দিন।
আসা করি আপনা রা fulfill কাজ করবেন। আর সমসা হলে comment করবেন।
আর পারলে আমার সাইটের ঘুরে আসবেন।knowall.ml
Facebook:click here
from WizBD.Com https://ift.tt/2IAO6JA
via IFTTT