বয়স কত হবে? মেরেকেটে তিরিশ। বেশি হওয়ার সম্ভাবনা নেই। নাম মো. মিলন হোসেন। আদি নিবাস? যাঁরা জীবনসংগ্রামের জন্য স্বপ্নের ঢাকা শহরে আসেন, তাঁদের আদি নিবাস কিংবা সাকিন হয় জেলার নাম। মিলনের জেলার নাম যশোর। বুড়ো বাপ-মা, স্ত্রী, সন্তান মিলিয়ে পাঁচ সদস্যের সংসার তাঁর। কৃষি মার্কেট থেকে ফেরার পথে তাঁর সঙ্গে কথা হয়, তখন বেলা দুটোর কিছু বেশি। মিলন বলছিলেন, তিনি ফিরবেন চাল-ডাল নিয়ে। তারপর রান্না হবে। তারও... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2Vkxc9x
via IFTTT